Authority



     Dr jamal .
 

update

Gulforaz.........oure website.........

গণ-পাঠাগার (ইসলামী গবেষণা কেন্দ্র)

 * গণ-পাঠাগার (ইসলামী গবেষণা কেন্দ্র)

লেখাপড়ার পাশাপাশি সাহিত্য,সংস্কৃতি ও মেধা চর্চা ও বিকাশে অধ্যয়নের বিকল্প নেই। এ উপলব্দিকে সামনে রেখে হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের একদল উদ্যমী ও প্রতিভাবান মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ২০০২ সালে গড়ে উঠে উপজেলার প্রথম ও একমাত্র পাঠাগার “গুলফরাজ-হাশেম ফাউন্ডেশ গণ- পাঠাগার”। দিন দিন পাঠক বৃদ্ধির কারণে কর্তৃপক্ষ বিগত বছরে তুলনায় পাঠাগারে দৈনিক পত্রিকা ও বইয়ের সংখ্যা বৃদ্ধি করে। প্রতিষ্ঠার শুরু থেকে শুক্রবার সারাদিন ছাড়াও প্রতিদিন বাদে আসর সর্বশ্রেণীর পাঠকের জন্য উম্মুক্ত থাকে এ পাঠাগার । প্রখ্যাত মনীষী, কবি, সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদদের লেখা বই সমৃদ্ধ এ গণ- পাঠাগারে স্কুল মাদ্রাসা পড়ুয়া পাঠক ছাড়াও বই পাগল পাঠকের সমাগম ঘটে এখানে। প্রতিদিন প্রায় ১০টি স্থানীয় দৈনিক ও ৩টি জাতীয় দৈনিক পড়ার সুযোগ পান পাঠকেরা। প্রতি বছর শ্রেষ্ঠ পাঠক হিসেবে ১জনকে নির্বাচিত করে তাকে বার্ষিক অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। নিম্নে গত ১৬ বছরে পাঠকের সংখ্যা এবং শ্রেষ্ঠ পাঠকের তালিকা দেয়া হলো-

২০০২ সাল : মোট পাঠক ৬২০ জন।

শ্রেষ্ঠ পাঠক : মোঃ সাজ্জাদ হোসেন ২০০৩ সাল : মোট পাঠক ৯২৫ জন। শ্রেষ্ঠ পাঠক : মোঃ দেলোয়ার হোসাইন ২০০৪ সাল : মোট পাঠক ২৫৬৭ জন। শ্রেষ্ঠ পাঠক : মোঃ শাহ একরাম ২০০৫ সাল : মোট পাঠক ২০০১ জন। শ্রেষ্ঠ পাঠক : মোঃ শাহ একরাম ২০০৬ সাল : মোট পাঠক ৩৩৪৯ জন । শ্রেষ্ঠ পাঠক : সাইফুল ইসলাম

২০০৭ সাল : মোট পাঠক ৩২৯০ জন ।

২০০৮ সাল : মোট পাঠক ১৬৫১ জন। শ্রেষ্ঠ পাঠক : মোহাম্মদ ইউনুস

২০০৯ সাল : মোট পাঠক ২৮৪৯ জন। ২০১০ সাল : মোট পাঠক ৩০২৪ জন । শ্রেষ্ঠ পাঠক : শহিদুল ইসলাম তুহিন ২০১১ সাল : মোট পাঠক ৪২২৪ জন। শ্রেষ্ঠ পাঠক : জিয়াউর রহমান

২০১২ সাল : মোট পাঠক ৪২৪৩ জন। শ্রেষ্ঠ পাঠক : জমিস উদ্দিন ২০১৩ সাল : মোট পাঠক ৩৪২৫ জন। শ্রেষ্ঠ পাঠক : তানজিয়া সুলতানা সাইকা ২০১৪ সাল : মোট পাঠক ৩৪৫৬ জন। শ্রেষ্ঠ পাঠক : সিরাতুন মুনতাহেনা নোমা ২০১৫ সাল : মোট পাঠক ৩৪২৮ জন। শ্রেষ্ঠ পাঠক : হাসানুল্লাহ বিপ্লব ২০১৬ সাল : মোট পাঠক ২৪৪৮ জন। ২০১৭ সাল : মোট পাঠক ২৪৫৬ জন।

২০২২ সালে পাঠাকের চাহিদা ও পাঠককে গবেষণার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে আধুনিক ভাবে ঢেলে সাজানো হচ্ছে একটি গবেষণা কেন্দ্র যার নাম “গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন ইসলামি গবেষণা কেন্দ্র” যাতে করে বিদ্যার্থীরা এখানে তাঁর প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে নিজ নিজ গবেষণা ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এখানে আেেছ বিজ্ঞানকে চর্চা করার মতো মনোরম পরিবেশ। দেশ ও বিদেশের নির্বাচিত লেখকের বই হচ্ছে এই কেন্দ্রের মূল বৈশিষ্ঠ্য। সকল হাদিস গ্রন্থের মূল আরবী বই, ইসলামী সংস্কৃতির বিস্তার ও পতনের ইতিহাস সম্বলীত জ্ঞান ভান্ডার, তুলনামূলক ধর্মতত্ত্বেবর দেশ বিদেশের সনামধন্য লেখকের বই, দর্শন শাস্ত্রের উপর লেখা বই ইত্যাদি। এই কেন্দ্রটিকে এমনভাবে সাজানো হয়েছে যেন এখানে এসে যে কেউ বই না পড়লেও উক্ত কেন্দ্রের নজকাড়া গ্যালারীতে দেখেই ইসলাম সভ্যতার ইতিহাস ও ইসলামি স্কলারদের প্রতি একটি প্রাথমিক ধারনা অর্জন করে ফেলতে পারবে যা পরবর্তীতে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলবে।