Authority     Dr jamal .
 

update

Gulforaz.........oure website.........

ধর্মীয় প্রকল্প

• ইফতার মাহফিল ও আলোচনাসভা

• মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা 

• দুঃস্থদের সাহায্য

* ধর্মীয় প্রকল্প

মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা

ধর্ম মানুষকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দেয়। নৈতিক মূল্যবোধ ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা সম্ভব নয়। একজন ধর্মভীরু মানুষই প্রকৃতপক্ষে একজন পরিপূর্ণ মানুষ। মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রাণ কেন্দ্র মসজিদ ও মাদরাসা। ফাউন্ডেশনের ধর্মীয় প্রকল্প থেকে উত্তর ফুলের ডেইল জামে মসজিদ ও তৎসংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসা, পানখালী ভিলেজার পাড়া মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার এবং দরগাহ সি এন্ড বি মসজিদ ও মাদরাসায় প্রতি বছর প্রায় ২০০-৩০০ জন ছাত্র-ছাত্রীদেরকে ৪জন নিবেদিতপ্রাণ শিক্ষক দ্বারা সহীহ কুরআন ও মাসায়েল শিক্ষা দেয়া হয়। গত ২৫ বছরে পাঁচ হাজারের অধিক শিক্ষার্থী জ্ঞান আহরণ করেছেন।