Authority



     Dr jamal .
 

update

Gulforaz.........oure website.........

গুণীজন সংবর্ধনা

 * গুণীজন সংবর্ধনা

হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন জন্মলগ্ন থেকে সমাজ সেবা, রাজনীতি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ উপজেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করে আসছে। নিম্নে গত ২৫ বছরে যাদেরকে সম্মাননা করা হয়েছে তাদের তালিকা পেশ করা হলো-

* ২০০০ সাল

হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন ২০০০ সালে ৩ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে

১. টেকনাফ থানার প্রথম বি এ মাষ্টার মোহাম্মদ কামাল (শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য)

২. মাষ্টার আবুল কাশেম (শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য) ৩. আলহাজ্ব আবদুল গফুর চৌধুরী (মরণোত্তর), (রাজনীতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য)

* ২০০১ সাল

হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন ২০০১ সালে ২ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে

১. মৌলভী বাজার জমিরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম জনাব মাওলানা জমির উদ্দিন (মরণোত্তর), (শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য)

২. হ্নীলা জামিয়া দারুস্ সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম জনাব আবুল মনজুর ফকির (মরণোত্তর), (শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য)

* ২০০২ সাল

ফাউন্ডেশন ২০০২ সালে ২ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে। ১. জনাব মাওলানা মুহাম্মদ ইসহাক (সদর সাহেব), (শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য)

২. মাষ্টার আবদুশ শুক্কুর, টেকনাফ (শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য )

* ২০০৩ সাল

ফাউন্ডেশন ২০০৩ সালে টেকনাফ উপজেলার প্রবীণ বিশিষ্ট শিক্ষাবীদ জনাব মাষ্টার আবদুল বারীকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা দিয়েছে।

* ২০০৪ সাল

ফাউন্ডেশন ২০০৪ সালে টেকনাফ উপজেলার প্রবীণ মুরব্বী জনাব মাওলানা আ ফ ম খায়রুল বশরকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা দিয়েছে।

* ২০০৫ সাল

ফাউন্ডেশন ২০০৫ সালে টেকনাফ উপজেলার প্রবীণ মুরব্বী জামেয়া দারুস্ সুন্নাহর মুহতামিম জনাব মাওলানা আখতার কমালকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা দিয়েছে।

 * ২০০৬ সাল

ফাউন্ডেশন ২০০৬ সালে ৩ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে। ১. আলহাজ্ব আলী মিয়া চৌধুরী (মরণোত্তর), (শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ),

২. অধ্যাপক ডা. এম এ ফয়েজ, অধ্যাপক মেডিসিন চট্টগ্রাম মেডিকেল কলেজ। (চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের স্বীকৃ তি স্বরূপ)

৩. ডা. ইমরান বিন ইউনুস, অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, (চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ)

*২০০৮ সাল

ফাউন্ডেশন ২০০৮ সালে ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে। ১. অধ্যাপক ড. মোহাম্মদ কামাল, (টেকনাফের কৃতি সন্তান হিসেবে বিশেষ সম্মাননা)

২. জনাব হাসান মাহমুদ দেলোয়ার, (টেকনাফের কৃতি সন্তান হিসেবে বিশেষ সম্মাননা)

৩. ডা. এন. এ. এম মোমেনুজ্জামান, (চিকিৎসা বিজ্ঞানে জাতীয়পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ)

৪. ডা. জাহাঙ্গীর কবির চৌধুরী, (চিকিৎসা বিজ্ঞানে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ)

* ২০১১ সাল

ফাউন্ডেশন ২০১১ সালে ৩ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে। 

১. আলহাজ্ব মঈন উদ্দিন আহমদ (মরণোত্তর), (স্বরণীয় অভিভাবক হিসেবে

২. আলহাজ্ব মাওলানা ফরিদ আহমদ. (সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ)

৩. আলহাজ্ব আবুল কালাম, (সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃ তি স্বরূপ)

* ২০১৩ সাল

২০১৩ সালে ফাউন্ডেশন সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি

স্বরূপ ৩ ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করেন।

১. কায়সার উদ্দিন আহমদ

২. আলহাজ্ব সালেহ আহমদ মেম্বার

৩. ক্বারী মাওলানা নুরুল ইসলাম

* ২০১৪ সাল

২০১৪ সালে ফাউন্ডেশন শিক্ষা উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করেন ।

১. আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী

২. আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম

৩. মাওলানা এস.এম. সাইফুল্লাহ

৪. মাষ্টার শাহ আলম

৫. মমতাজুল ইসলাম মনু

* ২০১৫ সাল

২০১৫ সালে ফাউন্ডেশন শিক্ষা উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৩ ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করেন ।

১. মাওলানা আফসার উদ্দিন

২. মুফিজুর রহমান

৩. মাওলানা শাকের আহমদ

* ২০১৭ সাল

২০১৭ সালে ফাউন্ডেশন টেকনাফ উপজেলার ১২ জন চিকিৎসককে সংবর্ধিত করেন।

১. ডা. রেজাউল করিম, সিলেট এ.জি.এম ওসমানী মেডিকেল কলেজ, ১৯৯০ ইং,

২. ডা. তুন সোয়ে রাখাইন, সিলেট এ.জি.এম ওসমানী মেডিকেল কলেজ, ২০০১ ইং

৩. ডা. মোহাম্মদ এরফান, ইউ.এস.টি.সি মেডিকেল কলেজ, ২০০৩ ইং

৪. ডা. আবদুল কাদের, নাইটেঙ্গল মেডিকেল কলেজ, ২০০৬ ইং ৫. ডা. মোঃ এনামুল হক, ময়মনসিংহ কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ, ২০০৭ ইং

৬. ডা. হাফেজ মোঃ মুজিবুল হক, সিলেট এ.জি.এম ওসমানী মেডিকেল কলেজ, ২০০৭ ইং

৭. ডা. রিদওয়ার তারিন, রংপুর মেডিকেল কলেজ, ২০০৭ ইং ৮. ডা. জাহিদুল মোস্তফা, সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ, ২০০৭ ইং

৯. ডা. রোকসানা শিরিন লিনা, সিলেট এ.জি.এম ওসমানী মেডিকেল কলেজ, ২০০৯ ইং,

১০. ডা. মোস্তফা কামাল, সিলেট এ.জি.এম ওসমানী মেডিকেল কলেজ, ২০১০ ইং

১১. ডা. আলী নেওয়াজ চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজ, ২০১৫ ইং

১২. ডা. মোহাম্মদ রফিক, সিলেট এ.জি.এম ওসমানী মেডিকেল কলেজ, ২০১৬ ইং

* ২০১৮ সাল

২০১৮ সালে ফাউন্ডেশনের ৮ জন শুভাকাংখী ও নিবেদিতপ্রাণ সমাজকর্মীকে সম্মাননা দিয়েছে। তারা হলেন-

১. মইনুল আলম

২. কবি আবসার হাবিব

৩. কবি ও মানবাধিকারকর্মী শ. ম. বখতিয়ার

৪. শাহ নেওয়াজ চৌধুরী

৫. শাহরিয়ার আদনান শান্তনু

৬. মিনহাজুল আবেদীন

৭. হোসাইন আহমদ বাহাদুর

৮. আহমদ সাঈদ

* ২০১৯ সাল

২০১৯ সালে ফাউন্ডেশন পরিবারের ২ জন সদস্যকে চিকিৎসক হওয়ায় সম্মাননা দিয়েছে। তারা হলেন-

১. ডা. শাহেদ সাজেদুল্লাহ

২. ডা. সালাউদ্দিন জামাল

* ২০২৩ সাল

২০২৩ সালে ফাউন্ডেশনের ২ জন নিবেদিতপ্রাণকে সম্মাননা দিয়েছে। তারা হলেন-

১. সিরাজুল মনোয়ার

২. ডা. রুহ পরওয়াজ আসিফ খান