Authority



     Dr jamal .
 

update

Gulforaz.........oure website.........

কারিগরি শিক্ষা

* কম্পিউটার কোর্স

বিশ্বের সাথে তাল মিলাতে হলে প্রযুক্তির কোন বিকল্প নেই। তাই ফাউন্ডেশনের কর্মমুখী শিক্ষার এক যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।

 এতে লেখা-পড়ার পাশাপাশি একজন ছাত্রকে বিশেষ করে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে কম্পিউটার শিখার এক অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। 

 নিম্নে গত ২৫ বছরে ফাউন্ডেশনের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কোর্স সম্পন্ন করে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সংখ্যা দেয়া হলো-

২০০০ সাল : ২১ জন।

২০০১ সাল : ২৪ জন।

২০০২ সাল : ১৭ জন।

২০০৩ সাল : ২৯ জন।

২০০৪ সাল : ১৫ জন ৷

২০০৫ সাল : ১৯ জন।

২০০৬ সাল : ৩৩ জন ৷

২০০৭ সাল : ২৮ জন।

২০০৮ সাল : ৪০ জন ।

২০০৯ সাল : ৩৪ জন। 

২০১০ সাল : ২৬ জন ।

২০১১ সাল : ৩৩ জন ৷ 

২০১২ সাল : ২৩ জন ৷ 

২০১৩ সাল : ৫৮ জন।

২০১৪ সাল : ১৮ জন।

২০১৫ সাল : ১৯ জন।

২০১৬ সাল : ৩২ জন ৷

২০১৭ সাল : ৩২ জন ৷

২০১৮ সাল : ৪৫ জন।

 ২০১৯-২০২২ সাল পর্যন্ত ইউএনএইচসিআর এর সহযোগিতায় বাস্তবায়নকারী সংস্থা কোডেক এর পরিচালনায় ২য় ও ৩য় ব্যাচে মোট ১৬৪ জন শিক্ষার্থী বেসিক এবং এডভান্স কোর্স সম্পন্ন করেছে। বিঃদ্রঃ ২০১৭ সাল থেকে ফাউন্ডেশনে বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে। এতে ২৯ জন শিক্ষার্থী কোর্স সম্পন্ন করেছে এবং ২০১৯ সাল থেকে ইউএনএইচসিআর এর সহযোগিতায় বাস্তবায়নকারী সংস্থা (প্রথমে টাই বর্তমান) কোডেক এর পরিচালনায় ৮ম ব্যাচ পর্যন্ত মোট ৪৩৬ জন শিক্ষার্থী বেসিক এবং এডভান্স কোর্স সম্পন্ন করেছে।